জেনে নিন বাড়ি তৈরি করার ইট সিমেন্ট আর রডের যাবতীয় হিসাব নিকাশ

62 Comments

গুরুত্বপূর্ণ কথাঃ এই পোষ্ট দেখে অনেকে আমাদের এডমিনে ফোন দিয়েছেন, আসলে এই পোষ্টটা করা হয়েছে ইন্টারনেট থেকে, আমি কোন ইঞ্জিনিয়ার নই বা আমাদের কোন ইঞ্জিনিয়ারিং ফার্ম নেই, তাই অযথা ফোন করে নিজের সময় নষ্ট করার দরকার নাই।

house-engineering

গুরুত্বপূর্ণ কথাঃ এই পোষ্ট দেখে অনেকে আমাদের এডমিনে ফোন দিয়েছেন, আসলে এই পোষ্টটা করা হয়েছে ইন্টারনেট থেকে, আমি কোন ইঞ্জিনিয়ার নই বা আমাদের কোন ইঞ্জিনিয়ারিং ফার্ম নেই, তাই অযথা ফোন করে নিজের সময় নষ্ট করার দরকার নাই

হিসাব

১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।

গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.

 

গুরুত্বপূর্ণ কথাঃ এই পোষ্ট দেখে অনেকে আমাদের এডমিনে ফোন দিয়েছেন, আসলে এই পোষ্টটা করা হয়েছে ইন্টারনেট থেকে, আমি কোন ইঞ্জিনিয়ার নই বা আমাদের কোন ইঞ্জিনিয়ারিং ফার্ম নেই, তাই অযথা ফোন করে নিজের সময় নষ্ট করার দরকার নাই

 

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি

10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta

রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।

উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .

8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg

 

গুরুত্বপূর্ণ কথাঃ এই পোষ্ট দেখে অনেকে আমাদের এডমিনে ফোন দিয়েছেন, আসলে এই পোষ্টটা করা হয়েছে ইন্টারনেট থেকে, আমি কোন ইঞ্জিনিয়ার নই বা আমাদের কোন ইঞ্জিনিয়ারিং ফার্ম নেই, তাই অযথা ফোন করে নিজের সময় নষ্ট করার দরকার নাই

 
রডের মাপ ফিট মেপে kg বের করা হয় ………

এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 531,36 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।
খোয়ার হিসাব
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
 
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।

ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।

 

গুরুত্বপূর্ণ কথাঃ এই পোষ্ট দেখে অনেকে আমাদের এডমিনে ফোন দিয়েছেন, আসলে এই পোষ্টটা করা হয়েছে ইন্টারনেট থেকে, আমি কোন ইঞ্জিনিয়ার নই বা আমাদের কোন ইঞ্জিনিয়ারিং ফার্ম নেই, তাই অযথা ফোন করে নিজের সময় নষ্ট করার দরকার নাই

 

==============================================

সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….
11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি
12. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।
17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।
19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার
21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।
22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি
29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি
30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।
সূত্রঃ ইন্টারনেট
গুরুত্বপূর্ণ কথাঃ পরিশেষে একটা কথা বলতে চাই অনেকেই এই পোষ্ট দেখে অনেকে আমাদের এডমিনে ফোন দিয়েছেন, আসলে এই পোষ্টটা করা হয়েছে ইন্টারনেট থেকে, আমি কোন ইঞ্জিনিয়ার নই বা আমাদের কোন ইঞ্জিনিয়ারিং ফার্ম নেই, তাই অযথা ফোন করে নিজের সময় নষ্ট করার দরকার নাই।

Tags: , , ,

62 Replies to “জেনে নিন বাড়ি তৈরি করার ইট সিমেন্ট আর রডের যাবতীয় হিসাব নিকাশ”

  1. সালেহ আহমদ says:

    অসাধারণ কাজের একটি পোষ্ট। ধন্যবাদ সুন্দর লিখাটির জন্যে।

    1. Mayen says:

      আপনাকেও ধন্যবাদ
      আমাদের আরো অনেক সুন্দর সুন্দর পোষ্ট আছে পড়তে পারেন, ভাল লাগবে।

  2. ধন্যবাদ,,ধারনাসুরুপ,,,,,ইস্কার সাইজ চার রোম নিয়ে ও দুটি ওয়াশ রোম নিয়ে,,প্রতি রোম হবে ১৫%১৫ ফুট আর ওয়াশিং রোম হবে ৮%৮ ফুট,,,প্লিজ আমাকে হিসাবটা দিয়ে সহযোগিতা করবেন

    1. Mayen says:

      এখানে তো হিসাব দেয়াই আছে আপনি নিজেই, ক্যালকুলেশন করতে পারবেন।
      ধন্যবাদ।

  3. A K M Arif Hossain says:

    Yes!

  4. charu adhikary says:

    nice

    nice

  5. charu adhikary says:

    nice.

  6. Minka says:

    Very nice post. Thanks

  7. Wahid says:

    সবাইকে ধন্যবাদ

  8. nur nobi says:

    nfgggh

  9. শিবলী নোমান says:

    জনাব. কাজটা কি ঠিক হলো …কতো লোকের ভাতে বা হাত দিলেন..?!
    তবে অবশ্যই ধন্যবাদ প্রাপ্য …চালিয়ে যান….

  10. Md Sahabuddin says:

    Good Idea my brother thanks

  11. Raju says:

    Vro, Apner kono Firm ace ki?

  12. Mayen says:

    ভাইয়ারা অনেকে আমাদের অ্যাডমিনে ফোন করে এ বিষয়ে জানতে চেয়েছেন, আসলে আমরা কেউ ইঞ্জিনিয়ার না বা আমাদের কোন ফার্ম নেই, আমি এখানে এর সূত্র উল্লেখ করে দিয়েছি,
    আমি নেট ঘেটে এসব তথ্য পেয়ে তা আপনাদের সাথে শেয়ার করেছি।
    আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন।
    ধন্যবাদ

    1. Masud Reza says:

      এই ধরনের জ্ঞান অর্জন হবে এমন কিছু বই পুস্তকের নাম ও বিক্রয় কেন্দ্রের ঠিকানা দিয়ে একটা পোস্ট দেন তাহলে অনেকের উপকার হতো। ধন্যবাদ।

  13. Mizan Khan says:

    How rajmistry can calculate their daily or contract fee charge?
    For example up baseline charge?
    up to piller ?
    Water tanking fee Etc.

  14. MAZUMDER says:

    GOOD

  15. শামীম রহমান says:

    আপনার পোষ্টের মাধ্যমে আমার অনেক সমস্যার সমাধান হয়ে গেছে,,, এমনিতে,,, ধন্যবাদ ভাই

  16. Kabir Ahammed says:

    Thanks bro give us to very good information .

  17. Md Rubal says:

    জায়গার পরিমাপ দিলে সেমি পাকা ঘরের ম্যপ করা যাবে

  18. pabitra biswas says:

    kisu natun bisoy shikklam. thankyou

  19. johir aslam says:

    অনেক অনেক ধন্নবাদ এই পোষ্ট টির জন্য।

  20. sharif says:

    Great post! Bro can you share about shattering ,Calculation of KV and price of per KV wood ?

  21. Md.Tariqul Islam says:

    Thanks for your valuable post.

  22. Manik says:

    As a Excellent Post. Thes is every men neds. thanks

  23. Rana ahamead says:

    Very Nice post Thankyou

  24. Shuvankar kundu says:

    অনেক ভাল লাগলো ভাইয়া

  25. Mijanur Rahman says:

    এরকম একটা পোস্ট খুবই জরুরী ছিল। ধন্যবাদ আপনাকে……

  26. Nurul Hoque (Nayan) says:

    ধন্যবাদ ভাই আপনাকে।

  27. alamin says:

    thanks a lot mayen vi

  28. mozahid says:

    Thanks brother for your valuable post. you are a genius and well-doer.

  29. Shuvo Ahmed says:

    As a Excellent Post. Thes is every men neds. thanks

  30. আমি ২৭৭০ স্কয়ার ফিট এর একটি ৫ তলা বাড়ী করতে কত টাকা বাজেট করতে হবে একটু আইডিয়া দিবেন প্লিজ…

    1. Kamalkrishnahalde says:

      Ekta bichhana pete suye parun

  31. Nurul alam says:

    Good

  32. Nurul alam says:

    Sweet for Construction work

  33. আলহাজ উদ্দিন says:

    অসাধারন ! ধন্যবাদ ৷

  34. হেলাল উদ্দীন says:

    দেখুন, আপনারা যদি ইঞ্জিনিয়ারিং ফার্ম না হেয় থাকেন তা হলে কোন ধরনের সংশোধন করবেন কি ভাবে। কিছু সংশোধন করা দরকার।

  35. রুহুল আমীন says:

    ভাই উনি যতটুকু জেনেছেন ঠিক ততটুকুন বলেছেন, এটা নিয়ে এত কথা কেনো।

  36. নকিব says:

    সমপোযোগী

  37. SR Chonchol says:

    How to select rod deia meter.

  38. তাহের says:

    ভাই বেয়াদবি মাফ করবেন,কিছু কিছু তথ্যে ভূল আছে,যেমন ২৩ নং লাইনে সিলিংএ ১:৫ বদলে ১:৩ হবে।পারলে সংশোধনী দিয়েন।

  39. Md. Abul Hossain. says:

    It’s necessary for our daily life.

  40. Bhai I need to know 2ooo s k fit land 8 storey apartment make but total how many to b s r m need.can u us for me thanks.

  41. Mahmodul says:

    ভাই স্ট্রাকচার drawing করতে রডের হিসাব কিভাবে করে?? অর্থাত কতো তলা বিল্ডিং এ কতো সুতার রড ব্যবহার করতে হবে, কয়টা করে ব্যবহার করতে হবে, ফুটিং কেমন হবে??
    এ গুলার হিসাব কিভাবে করে?? যদি পারেন এগুলা জানিয়ে একটা পোষ্ট দিয়েন।

  42. Salim Reza says:

    Thanks.

  43. মোঃ ইলিয়াছ says:

    পোষ্টটি অনেক অনেক ভাল লেগেছে, হয়তো বাড়ি তৈরী করতেযেয়ে বিশেষ মুহূর্তে আটকে যেতে পাড়ি তখন উপায় কি থাকবে ?

  44. ujjal says:

    thank u so much , its a very very usefull post

  45. রিয়াদ says:

    ধন্যবাদ।

  46. sanjoy says:

    অল্প কিছু মিসটেক আছে ।

    তথ্যগুলো একসাথে সংগ্রহ করার জন্য ধন্যবাদ অবশ্যই প্রাপ্য

  47. Very nice Post. Thanks for share this article.

    Best Double Stroller

  48. মোঃ মোস্তাফিজুর রহমান says:

    আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোষ্টের জন্য।

  49. শাহাজালাল says:

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ
    ধন্যবাদ ছাড়া আর কি দিতে পারি
    আপনি আছেন কোথায় বলবেন ভাই

  50. লিমটন says:

    ধন্যবাদ, কিন্তু এই হিসাব টা ইমেজ হিসাবে দেন যাতে সবাই সংরক্ষণ করতে পারে

  51. HR Harun says:

    বানডরীওয়াল এর হিসাবটা দিবেন ?

  52. helal says:

    tnx vai apna ka

  53. Riton Chowdhury says:

    Thanks for the important Information for any construction activity. Congrats all team bembers.

  54. MDelowar Hossain says:

    Good……….

  55. সোহেল says:

    ভাইজান সবকিছু এমনি এমনি যাইনা যাইবেন! সব যদি এতই সোজা হইত তা হইলে আর ইন্জিনিয়ারিং পড়ার দরকার হইত না।

  56. Md. Anisur Rahman says:

    Thanks a lot

Comments are closed.

আগের পোষ্ট

সকল পোষ্ট