মোবাইলে হুমকী দিলে কী প্রতিকার জেনে নিন
কেউ মোবাইলে
১। হুমকী, ভয়ভীতি দেখালে
২। রাস্তায় বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে
৩। মারামারি কলহ বিবাদ বা কোনো শত্রুপক্ষ বা যে কেউ বিনা কারণে আপনাকে উৎপাত করছে
৫। জমি দখলের চেষ্টা
৬। কোন ব্যক্তির কারণে পরিবারিক বা সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হলে
আপনি ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারার (the Code of Criminal Procedure, 1898, ) আশ্রয় নিতে পারেন। (Security for keeping the peace or disturb the public tranquility or to do any wrongful act that may probably occasion a breach of the peace, or disturb the public tranquility)
১০৭ ধারায় এ ধরণের মামলা করলে সেটিকে শান্তি রক্ষার মুচলেকার মামলা বলে। এ ধারায় মামলা হলে যে আপনাকে হয়রানী করছে বা হুমকী দিচ্ছে তাকে এ ধরনের কর্মকান্ড থেকে নিবৃত্ত করার জন্য বন্ড বা মুচলেকা নেওয়া হয়। এ ধরনের মামলা সাধারনত করা হয় নিবার্হী ম্যাজিষ্ট্রেট আদালতে।
মামলার আরজিতে মূল অভিযুক্ত ব্যক্তির নাম, ঠিকানাসহ, কেন এবং কী কারণে আপনাকে হুমকী দিচ্ছে বা শান্তি বিনষ্ট করছে তা অবশ্যই উল্লেখ করতে হবে। ১০৭ ধারা একটি জামিনযোগ্য ধারা। এ ধারা মামলা করা হয় মূলত দায়ী বা অভিযুক্ত ব্যক্তিকে মুচলেকা সম্পাদানের মাধ্যমে ক্ষতিগ্রস্থ ব্যক্তির জীবনের নিরাপত্তা প্রদান করা।