যেভাবে উইন্ডোজ ১০ এর টাস্কবারে অ্যাপলিকেশন ব্যাজ ফিচারটি ব্যবহার করবেন
সম্প্রতি উইন্ডোজ ১০ এর বার্ষিকী আপডেটে বেশ কিছু নতুন ফিচারের সাথে সাথে অপারেটিং সিস্টেমটির টাস্ক-বারে পিন-আপ করে রাখা ইউনিভার্সাল অ্যাপগুলোর জন্য ব্যাজ ফিচারটিও যুক্ত হয়েছে। এমনকি আপনি চাইলে আলাদা আলাদা ভাবেও অ্যাপলিকেশনগুলোর জন্য এই ব্যাজ ফিচারটি অন বা অফ করে রাখতে পারেন। যাই হোক, চলুন জেনে নেয়া যাক উইন্ডোজ ১০-এর এই নতুন ফিচারটি কীভাবে ব্যবহার করতে হয়।
পদ্ধতি
প্রথমেই আপনাকে উইন্ডোজের সেটিংস উইন্ডোতে যেতে হবে, এর জন্য কী-বোর্ডের Windows+I চাপুন। উইন্ডোজ সেটিংসের মূল পেজটি আসলে সেখান থেকে “Personalization” অপশনটিতে ক্লিক করুন।
Personalization পেজটির বাম পাশের নিচের দিকে Taskbar ফিচারটি দেখতে পারবেন। ক্লিক করুন।
এবার স্ক্রিনের ডান পাশে লক্ষ্য করুন “Show badges on taskbar buttons” অপশনটি দেখতে পাবেন। অপশনটির নিচে থাকা টগলটি on করে দিন।
ব্যাস! চালু হয়ে গেল উইন্ডোজের ব্যাজ ফিচারটি!
নোট – এই ফিচারটি অফ করার জন্য আপনাকে শুধুমাত্র “Show badges on taskbar buttons” অপশনটির টগলটি পুনরায় Off করে দিলেই হবে।
সূত্রঃ ইন্টারনেট
Tags: Application batch, task bar, Taskbar, Windows, Windows 10