কম দামি আইফোন নিয়ে এলো অ্যাপল
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনা পরিস্থিতির মধ্যেই কম দামি আইফোন হ্যান্ডসেট ছাড়লো অ্যাপল।
আইফোন ৮-এর আদলে নতুন ‘আইফোন এসই (২০২০)’ মডেলের দাম ধরা হয়েছে ৩৯৯ ডলার (৬৪ গিগাবাইট স্টোরেজ)। ৪.৭ ইঞ্চি পর্দার সেটটিতে হোম বাটন রাখা হয়েছে। এর মাধ্যমে টাচ আইডি কাজ করবে।
কালো, সাদা ও লাল; এই তিন রঙে পাওয়া যাবে আইফোন এসই (২০২০)। বাজেট বাড়ালে ব্যবহারকারীরা চাইলে এই মডেলের আরো বেশি স্টোরেজের ভ্যারিয়েন্ট কিনতে পারবেন। ১২৮ গিগাবাইট স্টোরেজের হ্যান্ডসেটের দাম পড়বে ৪৪৯ ডলার, আর ২৫৬ গিগাবাইটের ক্ষেত্রে ৫৪৯ ডলার।
১৭ এপ্রিল থেকে অনলাইনে সেটটির প্রি-অর্ডার করা যাবে। আর ২৪ এপ্রিলের পর থেকে ডেলিভারি করা হবে।
সেটটির সামনে-পেছনে গ্লাস ও পাশে অ্যালুমুনিয়াম ফ্রেম, পেছনে ১২ মেগাপিক্সেল ও সামনে (সেলফি) ৭ মেগাপিক্সেল ক্যামেরা (ফেস ডিটেকশন, এইচডিআর, প্যানোরমা) আর ওজন ১৪৮ গ্রাম। এছাড়া আছে অ্যাপল এ-১৩ বায়োনিক চিপসেট, হেক্সাকোর (২*২.৬৫) সিপিইউ ও ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।
অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম সংস্করণ ‘আইওএস ১৩’ ইনস্টল করা হয়েছে সেটটিতে।
সেটটি এই সময়কার হলেও পুরনো সেটের আদলে পর্দার ওপরে ও নিচে ভ্যাসেল রাখা হয়েছে।
সূত্র : ইন্টারনেট, টিআর/এপ্রিল ১৫/২০২০/২২৩৩
Tags: iphone, iphone se