ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ পদ্ধতি
ভিডিও শেয়ারিং এর জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। কিন্তু ইউটিউবের এসব ভিডিও দেখতে হয় ইন্টারনেট সংযোগের মাধ্যমে। ইন্টারনেট সংযোগ ছাড়া ডাউনলোড করে এসকল ভিডিও দেখার তেমন কোন পদ্ধতি নেই। তবে ছোট্ট একটি পদ্ধতি ব্যবহার করে এখন ডাউনলোড করা যাচ্ছে ইউটিউবের সকল ভিডিও।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ পদ্ধতি
৹ প্রথমে ইউটিউবে (www.youtube.com) এ যান।
৹ যে ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিওতে ক্লিক করুন।
৹ ভিডিও লিংকে লক্ষ্য করুন www.youtube.com থেকে www. অংশ রিমুভ ss লিখে করে ইন্টার করুন। যেমন ধরুন আপনি যে ভিডিওটি ডাউনলোডকরতে চান তার লিংক https://www.youtube.com/watch?v=zuEoEYGlYns এমনটি ,এখন আপনাকে লিংকটিকে এডিট করে www. অংশ অংশ মুছে ss লিখতে করতে হবে, যেমন ssyoutube.com/watch?v=zuEoEYGlYns
৹ এডিট করা লিংক ইন্টার করলে নতুন একটি পেজ আসবে। পেজ থেকে আপনার পছন্দের Format এবং Quality বেছে নিয়ে ডাউনলোড করে নিতে পারবেন ইউটিউবের সকল ভিডিও।
Tags: downloader, TouTube, youtube download, youtube downloader, youtube video